• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

অপরাধ

ডিবি পুলিশের অভিযানে যশোরে চিহ্নিত চার মাদক ব্যবসায়ী আটক

  • ''
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০২৩

যশোর প্রতিনিধি:

যশোরে ডিবি পুলিশের অভিযানে চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার রাতে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, শেখহাটি জামরুলতলার আব্দুল গফুর মোল্লা ওরফে কাকা গফুর, কিসমত নওয়াপাড়ার রফিকুল ইসলাম, মাগুরা জেলার হাসাপাতাল এলাকার তুরান ও একই জেলার পারনান্দুলিয়া গ্রামের অমল কুমার বিশ্বাস। এসময় তাদের কাছ থেকে ৩শ’৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ওই এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করেছে। এসময় এসআই শাহীনুর রহমান, এএসআই শেখ কামরুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামের সমন্বয়ে একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তিনি আরও জানান, গফুরের বিরুদ্ধে ১২টা মাদক মামলা, রফিকুলের বিরুদ্ধে দুইটি মাদক মামলা ও অমলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, গফুর এলাকার টপটেরর মাদক ব্যবসায়ী। গফুর একাধিক মোটরসাইকেল । রয়েছে একাধিক গাড়ি । এলাকায় অসংখ্য সম্পদের মালিক বনে গেছেন। তার সারাদেশে অসংখ্য ভাইপো রয়েছে। যারা তার সাথে মাদকের কারবার করে। কেউ মাদক নিয়ে আসে কেউবা আবার নিয়ে যায়। তাই সকলেই তাকে ‘কাকা গফুর’ নামে এক ডাকে চেনে। এছাড়া কিসমত নওয়াপাড়ার রফিকুল ইসলামের নোয়াপাড়া মোড়ে মুদি খানার দোকান রয়েছে। অভিযোগ রয়েছে ব্যবসার আড়ালে তিনি দেধারছে মাদকের কারবার চালান। অন্য দুইজন মাগুরা থেকে তাদের সাথে নিয়মিত মাদকের লেনদেন চালায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads